Affiliates দের জন্য শর্তাবলী Affiliates হিসাবে যোগদান করার জন্য আপনার অবশ্যই নিম্নোক্ত শর্তাবলী গুলো জরুরী (১) যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি Affiliates হিসাবে রেজিস্ট্রেশন করছেন সেই মোবাইল নাম্বারটির মধ্যে অবশ্যই আপনার বিকাশ এবং নগদ একাউন্ট থাকতে হবে। কারণ nezoom.com আপনার উপার্জিত টাকা Withdrawal রিকোয়েস্ট করার পর আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে Affiliates হিসাবে রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নাম্বার ব্যতীত অন্য কোন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নাম্বারে আপনার উপার্জিত টাকা পাঠাতে বাধ্য থাকিবে না। (২) যেহেতু ডলারের সাথে প্রতিটি পণ্যের মূল্য বারে বা কমে তাই nezoom.com যেকোন সময় প্রতিটি পণ্যের আফিলিয়েট কমিশন বাড়ানো বা কমানোর অধিকার রাখে। (৩) আপনার উপার্জিত টাকা Withdrawal রিকোয়েস্ট করার পর পরবর্তী 72 ঘণ্টার মধ্যে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে nezoom.com এ একাউন্ট রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বারটির বিকাশ অথবা নগদ একাউন্টে আপনার উপার্জিত টাকা পাঠিয়ে দেয়া হবে। (৪) কাস্টমার প্রোডাক্ট রিটার্ন করলে অথবা কোন কারণে অর্ডার ক্যান্সেল হয়ে গেলে nezoom.com আপনাকে সেই অর্ডারের Sale Commission আপনার ওয়ালেটে দিতে বাধ্য থাকিবে না। (৫) nezoom.com যে কোন সময় কোনো নোটিশ দেয়া ছাড়াই Minimum Withdrawal Amount বাড়ানোর বা কমানোর অধিকার রাখে। (৬) nezoom.com এ প্রতিটি প্রোডাক্ট ডেলিভারি দেয়ার নির্দিষ্ট সময় দেয়া আছে সেই সময়ের শেষ দিনের পর থেকে শুরু করে পরবর্তী ১০ কর্মদিবসের মধ্যে প্রতিটি অর্ডারের Sale Commission আপনার ওয়ালেটে দেয়া হবে।